Featured Video Play Icon

Mago Anandamoyee | মাগো আনন্দময়ী

Shayamsangeet

মাগো আনন্দময়ী
নিরানন্দ কর না।
মাগো আনন্দময়ী
নিরানন্দ কর না।
তোমার ও দুটি চরণ বিনে আমার মন
ও দুটি চরণ বিনে আমার মন
অন্য কিছু আর জানেনা।
মাগো আনন্দময়ী
নিরানন্দ কর না।

ভবানী বলিয়ে ভবে যাব চলে
মনে ছিল এই বাসনা
ভবানী বলিয়ে ভবে যাব চলে
মনে ছিল এই বাসনা
অকুল পাথারে ডুবাবে আমারে
স্বপনেও তা তো জানিনা।
মাগো আনন্দময়ী
নিরানন্দ কর না।

অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি
দুঃখ রাশি তবু গেল না
অহর্নিশি শ্রী দুর্গা নামে ভাসি
দুঃখ রাশি তবু গেল না
আমি যদি মরি, ও হরসুন্দরী
দুর্গা নাম তো কেউ লবে না।
মাগো আনন্দময়ী
নিরানন্দ কর না।
মাগো আনন্দময়ী
নিরানন্দ কর না।

Song: Mago Anandamoyee
Type: Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya

Video from YouTube for Mago Anandamoyee :
https://youtu.be/axC4428_eO0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *