Featured Video Play Icon

Jenechi Jenechi Tara | জেনেছি জেনেছি তারা

Shayamsangeet

জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি।
জেনেছি জেনেছি তারা, তুমি জানো ভোজের বাজি।
যে তোমায় যেভাবে ডাকে তাতে তুমি হও মা রাজি।
জেনেছি জেনেছি তারা

মগে বলে ফারা তারা, গড বলে ফিরিঙ্গি যারা।
মগে বলে ফারা তারা, গড বলে ফিরিঙ্গি যারা।
খোদা বলে ডাকে তোমায়
খোদা বলে ডাকে তোমায় মোঘল পাঠান সৈয়দ কাজি।
তুমি জান ভোজের বাজি জেনেছি জেনেছি তারা।

শাক্তে বলে তুমি শক্তি, শিব তুমি শৈবে আরতি
শরীর বলে সূর্য্য তুমি, বৈরাগী কয় রাধিকাজী
গানপত্য বলে গনেশ, যক্ষ বলে তুমি ধনেশ
শিল্পী বলে বিশ্বকর্মা, বদর বলে নায়ের মাঝি।
শ্রী রামদুলাল বলে, বাজি নয় এ যেন ফলে।
শ্রী রামদুলাল বলে, বাজি নয় এ যেন ফলে।
এক ব্রহ্ম দ্বিধা ভেবে মন আমার হয়েছে পাজি

তুমি জান ভোজের বাজি জেনেছি জেনেছি তারা,
তুমি জান ভোজের বাজি জেনেছি জেনেছি তারা।

Song: Jenechi Jenechi Tara
Type: Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
Lyricist and Composer: Ramdulal Nandy

Video from YouTube for Jenechi Jenechi Tara:
https://youtu.be/gEFslyl16IE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *