দে মা তবিলদারি,
আমায় দে মা তবিলদারি,
আমি নেমকহারাম নই শঙ্করী।
পদরত্নভান্ডার সবাই লুটে
ইহা আমি সইতে নারি,
দে মা তবিলদারি,
আমায় দে মা তবিলদারি।
ভাঁড়ার জিম্মা যার কাছে মা
সে যে ভোলা ত্রিপুরারি,
ভাঁড়ার জিম্মা যার কাছে মা
সে যে ভোলা ত্রিপুরারি,
শিব-আশুতোষ স্বভাবদাতা
তবু জিম্মা রাখো তারই,
শিব-আশুতোষ স্বভাবদাতা
তবু জিম্মা রাখো তারই,
দে মা তবিলদারি,
আমায় দে মা তবিলদারি।
অর্ধ-অঙ্গ জায়গির মা
তবু শিবের মাইনে ভারি
অর্ধ-অঙ্গ জায়গির মা
তবু শিবের মাইনে ভারি
আমি বিনা মাইনের চাকর
কেবল চরণধূলার অধিকারী
দে মা তবিলদারি,
আমায় দে মা তবিলদারি।
প্রসাদ বলে, এমন পদের
বালাই লয়ে আমি মরি,
প্রসাদ বলে, এমন পদের
বালাই লয়ে আমি মরি,
ও পদের মত পদ পাই তো
সে পদ লয়ে বিপদ সারি।
ও পদের মত পদ পাই তো
সে পদ লয়ে বিপদ সারি।
দে মা তবিলদারি,
আমি নেমকহারাম নই শঙ্করী।
দে মা তবিলদারি
আমায় দে মা তবিলদারি।
Song: De Ma Tabildhari
Artist: Dhananjay Bhattacharya
Type: Ramprasadi Shayamasangeet
Lyricist and Composer: Sadhak Ramprasad Sen (সাধক রামপ্রসাদ সেন)
Video from YouTube for De Ma Tabildhari :