চাই না মাগো রাজা হতে
রাজা হবার সাধ নাই মাগো
দু’বেলা যেন পাই মা খেতে।
চাই না মাগো রাজা হতে
আমার মাটির ঘরে বাঁশের খুটি মা
পাই যেন তায় খড় যোগাতে
মা মাটির ঘরে বাঁশের খুটি মা
পাই যেন তায় খড় যোগাতে
আমার মাটির ঘর যে সোনার ঘর মা
মাটির ঘর যে সোনার ঘর মা
ও মা কি হবে দালানেতে
যদি দালান কোঠায় রাখ মাগো
পারবনা আর মা বলিতে।
চাই না মাগো রাজা হতে
যদি দ্বারেতে অতিথি আসে মা
না হয় যেন মুখ লুকাতে।
ঘরে কাঁসার থালা কাঁসার বাটি মা
পায় যেন তায় দু’টো খেতে।
তোর সংসার ধর্ম বড় ধর্ম মা
তাই পারিনা ছেড়ে যেতে মা
সংসার ধর্ম বড় ধর্ম মা
তাই পারিনা ছেড়ে যেতে
কেবল রামপ্রসাদের এই বাসনা
মাগো রামপ্রসাদের এই বাসনা
পাই যেন ঠান ওই পদেতে।
চাই না মাগো রাজা হতে
রাজা হবার সাধ নাই মাগো
দু’বেলা যেন পাই মা খেতে।
চাই না মাগো রাজা হতে।
Song: Chaina Mago Raja Hote
Type: Shayamasangeet Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
Lyricist and Composer: Lyricist and Composer: Sadhak Ramprasad Sen (সাধক রামপ্রসাদ সেন)
Video from YouTube for Chaina Mago Raja Hote :
https://youtu.be/8ZhlLHZez-c