ভেবে দেখ মন, কেউ কারো নয়,
মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷
ভেবে দেখ মন, কেউ কারো নয়,
মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷
ভুলনা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে
ভুলনা দক্ষিণা কালী, বদ্ধ হয়ে মায়া জালে
ভেবে দেখ মন, কেউ কারো নয়,
মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷
যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে
যার জন্য মর ভেবে, সে কি তোমার সঙ্গে যাবে
সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে
সেই প্রেয়সী দেবে ছড়া, অমঙ্গল হবে বলে
ভেবে দেখ মন, কেউ কারো নয়,
মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷
দিন দুই-তিনের জন্য ভবে, কত্তা বলে সবাই মানে
দিন দুই-তিনের জন্য ভবে, কত্তা বলে সবাই মানে
সেই কত্তারে দেবে ফেলে, কালাকালের কত্তা এলে
সেই কত্তারে দেবে ফেলে, কালাকালের কত্তা এলে
ভেবে দেখ মন, কেউ কারো নয়,
মিছে ভ্রম ভূ-মন্ডলে ৷
ভেবে দেখ মন, কেউ কারো নয় ৷
Song: Bhebe Dekh Mon Keu Karo Noy
Type: Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
Video from YouTube for Bhebe Dekh Mon Keu Karo Noy :
https://youtu.be/-VWeXhWvVjk