মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন।
আমার মায়ের পায়ের জবা হয়ে
ওঠনা ফুটে মন।
তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ।
গন্ধ না থাক,
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ।
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন।
জানি জুঁই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়।
তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়।
জানি জুঁই মালতী হায় কত গন্ধ যে ছড়ায়।
তবু ঘরের ফেলে পরের কাছে নিজের বিলায়।
ওরে তোর মত যে নেইকো তাদের
মায়ে পোয়ে আলাপন।
তোর মত যে,
ও মন তোর মত যে নেইকো তাদের
মায়ে পোয়ে আলাপন।
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন।
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়।
আমার তাইতো লাগে ভয়
প্রলোভনের ফাঁদে পড়ে হই বুঝিবা ক্ষয়।
ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালোরূপে ঘুচায় কালিমা।
ওরে যেন ভুলিস না তোর দয়াময়ী মা
তার রক্তমাখা কালোরূপে ঘুচায় কালিমা।
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায় করি আত্মসমর্পণ।
তাই বলি আয়,
ও মন তাই বলি আয়
ঐ রাঙা পায় করি আত্মসমর্পণ।
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন।
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ।
গন্ধ না থাক
ও তার গন্ধ না থাক
যা আছে সে নয়রে ভূয়ো আবরণ।
মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন।
আমার মায়ের পায়ের জবা হয়ে ওঠনা ফুটে মন।
Song: Amar Mayer Payer Joba Hoye
Artist: Pannalal Bhattacharya
Type: Shayamasangeet
Video from YouTube for Amar Mayer Payer Joba Hoye :
https://youtu.be/1rw3EUdyZgI