সুজন মাঝিরে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
সুজন মাঝিরে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
আমি পারের আশায় বইসা আছি
ও আমি পারের আশায় বইসা আছি
আমায় লইয়া যাও।
কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
সুজন মাঝিরে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
এই পারেতে দরদি নাই, ওই পারেতে যাইবার চাই
এই পারেতে দরদি নাই, ওই পারেতে যাইবার চাই
হয় না আমার পারে যাওয়া
হয় না আমার পারে যাওয়া
চঞ্চলিয়া চলিয়া যাও।
কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
সুজন মাঝিরে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
দেহের অঞ্চল আমার উড়ায় না বাতাসে
উড়ায় আমার,
উড়ায় আমার, বুকের পাষাণ কাঁপায় না বাতাসে
তোমার দেখা পাইনা বলে
নিত্য ভাসি নয়ন জলে।
তোমার দেখা পাইনা বলে
নিত্য ভাসি নয়ন জলে।
হয়না আমার তোমায় পাওয়া
হয়না আমার তোমায় পাওয়া
চঞ্চলিয়া চলিয়া যাও।
কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
সুজন মাঝি রে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
আমি পারের আসায় বইসা আছি,
আমায় লইয়া যাও।
কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
সুজন মাঝিরে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
সুজন মাঝিরে, কোন ঘাটে লাগাইবা তোমার নাও।
Song: Sujan majhi re
Artist: Runa Laila
Type: Folk Song
Video from YouTube for Sujan majhi re :