মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল
কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল।
খোঁপায় তারার ফুল।
মোর প্রিয়া হবে এসো রানী –
কণ্ঠে তোমার পরাবো বালিকা,
হংস সারির দুলানো মালিকা।
কণ্ঠে তোমার পরাবো বালিকা,
হংস সারির দুলানো মালিকা।
বিজলী জরীণ ফিতায় বাঁধিব মেঘ রঙ এলো চুল।
দেব খোঁপায় তারার ফুল।
মোর প্রিয়া হবে এসো রানী-
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
জোছনার সাথে চন্দন দিয়ে মাখাব তোমার গায়
রামধনু হতে লাল রঙ ছানি’ আলতা পরাবো পায়।
আমার গানের সাত সুর দিয়া
তোমার বাসর রচিব লো প্রিয়া।
তোমারে ঘিরিয়া গাহিবে আমার কবিতার বুলবুল।
দেব খোঁপায় তারার ফুল।
মোর প্রিয়া হবে এসো রানী দেব খোঁপায় তারার ফুল।
Song: Mor Priya Hobe Eso Rani
Type: Najrulgiti
Artist: Manabendra Mukhopadhyay
Taal: Dadra
Video from Youtube for Mor Priya Hobe Eso Rani :