মেঘ কালো আঁধার কালো, আর কলঙ্ক যে কালো
যে কালিতে বিনোদিনী হারালো তার কূল
তার চেয়েও কালো কন্যা তোমার মাথার চুল
মেঘ কালো আঁধার কালো
কাশ যে সাদা ধেনু সাদা, আর সাদা খেয়ার পাল
সাদা যে ঐ স্বপ্ন মাখা রাজহংসের পাখা,
তার চেয়েও সাদা কন্যা, তোমার হাতের শাঁখা।
মেঘ কালো আঁধার কালো
লজ্জা রাঙ্গা সিঁদুর রাঙ্গা, আর রাঙ্গা কৃষ্ণচূড়া
রাঙ্গা যে গো সাঁঝ আকাশে ঐ যে অস্ত রাগ
কন্যা সবার চেয়েও রাঙ্গা তোমার আলতার ঐ দাগ
মেঘ কালো আধার কালো
শস্য সবুজ পাতা সবুজ, আর সবুজ টিয়া পাখি
দূর্বা সবুজ, তার সাথে যে চির সবুজ বন
সবার চেয়েও সবুজ কন্যা তোমার অবুঝ মন
মেঘ কালো আঁধার কালো, আর কলঙ্ক যে কালো
Song: Megh Kalo Andhar Kalo (1957)
Artist : Hemanta Mukhopadhyay
Lyricist: Gouriprasanna Majumdar
Music Composition: Nachiketa Ghosh
Video from YouTube for Megh Kalo Andhar Kalo :