লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
হাত চাইয়া হাত চাইয়া বালা দিমু ,
মতিয়া লাগাইয়া সই মোর মতিয়া লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
কানো চাইয়া কানো চাইয়া
কানফুল দিমু, পান্না লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
নাক চাইয়া নাক চাইয়া কেশর দিমু ,
চুনিয়া লাগাইয়া সই মোর, চুনিয়া লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
গলা চাইয়া মালা দিমু, ফুতিয়া লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
পিন্দন চাইয়া শাড়ি দিমু, ওড়না লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
মাথা চাইয়া টিকা দিমু জড়োয়া লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
পাও চাইয়া পাঝর দিমু, ঘুঙ্গর ও লাগাইয়া সই মোর
কি দিয়া সাজাইমু তোরে।
আইছৈন লীলাবালি ঠমকে ঠমকে
বইছৈন লীলাবালি ভালা গো
না জানি কুন ইস্কে লীলাবালি
না জানি কুন ইস্কে লীলাবালি
ঘুন ঘুন সদা মাতৈন গো
নাকর কেশরী কানের পাশা
বইছৈন লীলাবালি ভালা গো
মাথার সীতাপাটি গায়ের ওড়না
বইছৈন লীলাবালি ভালা গো
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
লীলাবালি লীলাবালি
বড় যুবতী সই মোর
বড় যুবতী ঘরে
কি দিয়া সাজাইমু তোরে।
Song: Lilabali Lilabali
Singer: Lopamudra Mitra
Lyricist and Composer: Sri Radha Raman
Type: Folk Song-Dhamayl(ধামাইল)
Place: Sylhet
Video from YouTube for Lilabali Lilabali :