হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে
গোপেশ ও গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
বাজুক ডম্ম রে রবাব পাখোয়াজ করতাল তাল
ধরল মেলি
চলদচিত্রগতি সকল কলাবতী
করে করে নয়ানে নয়ানে করুক খেলি
নাচো তো শ্যাম
সাথে গোপনারী
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
পলয়া-নূপূৰ্ব-মণি বাজায়ে কিঙ্কিণী
রাসরসে রতিরণে কি মধুর শুনি।
করয়ে নর্তক রাস হরি সে মুরারী
গোবিন্দ সহিত নাচে গোপের সুন্দরী।
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
রাধে হরি সে মুরারী!
কোনো গোপী উচ্চস্বরে গায় কৃষ্ণসনে
সাধুবাদ দেন তারে শ্যাম নটবরে।
কোনো গোপী রাসরনে শ্রমযোদ্ধা হইয়া
আবেশে কৃষ্ণঅঙ্গে পড়ে মুরছিয়া।
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
রাধে হরি সে মুরারী!
রাসহাত উপরে পতাকা শশধরে
কোকিলে কোটাল হইয়া জাগায় কামেরে।
বলয়া নুপুরমণি কিঙ্কিনির বোল
তাহে অতি সুমধুর মুরলীর বোল।
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
রাধে হরি সে মুরারী!
মৃথে যুথে পাটোয়ার নটিনী গোপিনী
শ্রীকৃষ্ণ তাহাতে আপন যদুমণি।
রতিরণে বন্দিতা যতেক গোপনারী
বঙ্কবিলোকনে সবে তুষিল শ্রীহরি।
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
ঘিরি ঘিরি ঘিরি নাচে।
রাধে হরি সে মুরারী!
Song: Ghiri Ghiri Ghiri Nache
Artist: Parvathy Baul
Type: Baul Song
Vedio from YouTube for ghiri ghiri ghiri nache: