Featured Video Play Icon

Na Bole Esechi | না বলে এসেছি

Arati Mukherjee

না বলে এসেছি, তা বলে ভেবো না, না বলে বিদায় নেব
চলে যাই যদি, যেন হই নদী, সাগরে হারিয়ে যাব।
না বলে এসেছি, তা বলে ভেবো না, না বলে বিদায় নেব
চলে যাই যদি, যেন হই নদী, সাগরে হারিয়ে যাব।

অন্ধ আবেগে বলতে চেয়েছি হয় নি যে কথা বলা,
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল হয় নি সে পথে চলা-
অন্ধ আবেগে বলতে চেয়েছি হয় নি যে কথা বলা,
কৃষ্ণচূড়াতে পথ ঢেকেছিল হয় নি সে পথে চলা-
এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবো।
চলে যাই যদি, যেন হই নদী, সাগরে হারিয়ে যাব।
না বলে এসেছি, তা বলে ভেবো না, না বলে বিদায় নেব
চলে যাই যদি, যেন হই নদী, সাগরে হারিয়ে যাব।

তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া হৃদয় নৃত্য করা।
তোমাকে দেখার লুকানো আশায় অঙ্গে গোধূলি ভরা,
শুধু বারে বারে ফিরে ফিরে চাওয়া হৃদয় নৃত্য করা।
লজ্জা জড়ানো, গন্ধ ছড়িয়ে, জাগতে পারে নি কুঁড়ি,
লক্ষ মরণে, মরতে চেয়েছি, সয় নি সে লুকোচুরি–
লজ্জা জড়ানো, গন্ধ ছড়িয়ে, জাগতে পারে নি কুঁড়ি,
লক্ষ মরণে, মরতে চেয়েছি, সয় নি সে লুকোচুরি–
আজ এইক্ষণে বুঝিনি গোপনে নিজেকে আবার পাব।
চলে যাই যদি, যেন হই নদী, সাগরে হারিয়ে যাব।
না বলে এসেছি, তা বলে ভেবো না, না বলে বিদায় নেব
চলে যাই যদি, যেন হই নদী, সাগরে হারিয়ে যাব।

Song: Na bole esechi
Artist: Arati Mukherjee
Lyricist: Pulak Bandyopadhyay
Composer: Sudhin Dasgupta

Video from YouTube for Na bole esechi:
https://youtu.be/gnDanczJ2kI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *