উড়ে যাক এ ঘুম আমার,
ছুঁতে শ্বেত পাথরের রাত।
জানি পাইনা কাছে কিছু
আমার শূণ্য দুটি হাত।
ভরে যাক এ ঘর আমার
এক দীর্ঘ স্তব্ধতায়
ভেসে যাক এ রাত, সময়
দারুণ অবাধ্যতায়।
উড়ে যাক এ ঘুম আমার।
আড়ালে রেখেছো প্রেমিকের গভীরতা
অথবা সরিয়ে রেখেছো সে দীনতা।
হারিয়ে গিয়েছি বইয়ের ভিতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না।
হারিয়ে গিয়েছি বইয়ের ভিতরে
পাতার প্রথমে অক্ষর হয়ে
আলমারি তাকে আমায় খুঁজে পাবে না।
হা
খুঁজে পাওয়া যাবে না।
উড়ে যাক এ ঘুম আমার।
কুড়িয়ে নিয়েছো শিউলি সকাল ফুলে
অথবা দুপাশ ভরিয়ে রেখেছো ভুলে।
উঠোন পেরিয়ে কল পার হয়ে,
জামার হাতায় কপাল ভিজিয়ে,
কোনোদিন ভালোবাসার স্পর্শ রাখো নি।
উঠোন পেরিয়ে কল পার হয়ে,
জামার হাতায় কপাল ভিজিয়ে,
কোনোদিন ভালোবাসার স্পর্শ রাখো নি।
হি
কোনো স্পর্শ রাখো নি।
উড়ে যাক এ ঘুম আমার
ছুঁতে শ্বেত পাথরের রাত।
জানি পাইনা কাছে কিছু
আমার শূণ্য দুটি হাত।
ভরে যাক এ ঘর আমার
এক দীর্ঘ স্তব্ধতায়
ভেসে যাক এ রাত, এ সময়
দারুণ অবাধ্যতায়।
উড়ে যাক এ ঘুম আমার।
Song: Ure Jaak
Artist: Anupam Roy
Movie: Uma (2018)
Music Director: Anupam Roy
Lyricist: Anupam Roy
Director: Srijit Mukherji
Story, Screenplay, Dialogues: Srijit Mukherji
Star Casting: Jisshu Sengupta, Sara Sengupta,Anjan Dutt, Rudranil Ghosh,Anirban Bhattacharya,Sayantika Banerjee,Srabanti,Babul Supriyo,Gargee Roy Chowdhury,Neel Mukherjee, Ambarish Bhattacharya, Abhijit Guha, Partha Sen
Video from YouTube for Ure Jaak :