কি করে তোকে বলব, তুই কে আমার
আয় না সাথে চলব, সব পারাপার।
মনেরই আসকারাতে তোর কাছে এলাম
হারিয়ে গেলাম।
কি করে তোকে বলব ,তুই কে আমার
আয় না সাথে চলব, সব পারাপার
মনেরি আসকারাতে তোর কাছে এলাম
হারিয়ে গেলাম।
কি করে তোকে বলব,তুই কে আমার-
মনের একুল ওকুল, দিয়েছে প্রেমের মাসুল
চাউনিরা দিশেহারা, তোর কাছে চায় ইশারা
আজ বারে বার।
কি করে তোকে বলব,তুই কে আমার
আয় না সাথে চলব, সব পারাপার।
ভিড়েতে দাঁড়াই একা তোর যদি না পাই দেখা
হারানো পথের মতো, খুঁজে মরি তোকে কত
হাজার বার।
কি করে তোকে বলব,তুই কে আমার
আয় না সাথে চলব, সব পারাপার
মনেরই আস্কারাতে তোর কাছে এলাম
হারিয়ে গেলাম।
কি করে তোকে বলব, তুই কে আমার।
Song: Ki kore toke bolbo
Film: Rangbaaz (2013)
Director: Raja Chanda
Music: Jeet Gannguli
Singer: Arijit Singh
Lyrics: Prasen
Choreographer: Baba Yadav and Sankaraiyya
Star Casting: Dev, Koel Mallick
Video from YouTube for Ki kore toke bolbo :