কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে
আকাশ যখন গাইবে বলে
আকাশ যখন গাইবে বলে বাদলেরই গান
বাতাস তখন বইতে গিয়ে দেখায় অভিমান অভিমান
আকাশ যখন ফিরতি পথে মন খারাপের সুর
বাতাস তখন নীরব চিঠি পাঠায় বহুদূর
বহুদূর
কিছু কিছু ধুলো জমে আছে কাঁচে
ডাকনামগুলো ভীষণই ছোঁয়াচে
মরে যাওয়া জমি ভিজে গেলে জলে
চারা গাছগুলো কত কি যে বলে
তোমার এমনি আসা এমনি যাওয়া
এমনি হাজার ছল,সাজিয়েছ যেন
তোমার এমনি খেলা খেয়াল খুশী
করছে কোলাহল থামেনি এখন
চুপি চুপি দেওয়াল জুড়ে আঁকছি কত
মনকে মনের খাতা
চুপি চুপি জানতে পেলাম নিরুদ্দেশে
মায়ার চাদর পাতা
ও কিছু কিছু কথা বসে আছে ভিজে
মিছি মিছি ব্যাথা হয় নিজে নিজে
ঝরে যাওয়া পাতা জুড়ে বসে ডালে
মেঘে মেঘে কথা শোনে সে আড়ালে
Song: Kichu Kichu Kotha
Movie: Lorai(2015)
Singers: Arijit Singh & Kaushiki Chakraborty
Music: Indraadip Dasgupta
Director: Parambrata Chatterjee
Music Label: Asha Audio
Lyrics: Prosen
Starring: Prosenjit Chatterjee, Gargi Roy Chowdhury, Indrasish Roy, Payel Sarkar
Video from YouTube for Kichu Kichu Kotha :