Featured Video Play Icon

Khela Shesh | খেলা শেষ

Arijit Singh Cockpit (2017)

খেলা শেষ মুখ ভাসে
বেলা শেষ ঘুম আসে।
খেলা শেষ মুখ ভাসে
বেলা শেষ ঘুম আসে।
মেঘ ঢেউ যায় ভেসে
তোর কথা চার পাশে
ভাবিনি মাঝ-পথে
কথা শেষ তোর সাথে।
উম উম
ভাবিনি মাঝ-পথে
তোর সাথে দেখা শেষ।

খেলা শেষ মুখ ভাসে
বেলা শেষ ঘুম আসে।
মেঘ ঢেউ যায় ভেসে
তোর কথা চার পাশে।

এলোমেলো চিন্তারা আজ আসে
সব ভিড় করে।
আধ খোলা জানলাতে মেঘ
বৃষ্টি আমার ঘরে।
শুধু ভিজছে তোর মুখ
ভিজছে চোখের পাতা
আর বলাই হল না
তোকে মনের কথা
শেষ-মেশ।

খেলা শেষ মুখ ভাসে
বেলা শেষ ঘুম আসে।
মেঘ ঢেউ যায় ভেসে
তোর কথা চার পাশে।

দরজা তো খুলবেই
ওই পাশে অন্য কেউ-
বালির প্রাসাদ ধুইয়ে দিয়ে যাবে
অন্য ঢেউ।
রাস্তার মোড়ে
ঘড়ি দেখে কাজ নেই।
আমি না হয়
আমার কথায় ফিরবেই
শেষ-মেশ।

খেলা শেষ মুখ ভাসে
বেলা শেষ ঘুম আসে।
মেঘ ঢেউ যায় ভেসে
তোর কথা উম হুম-

Song: Khela Shesh
Artist: Arijit Singh
Movie: Cockpit (2017)
Composer: Arindom
Lyricist: Kaushik Ganguly
Guitars: Ankur Mukherjee
Star Casting: Dev, Koel Mallick, Rukmini Maitra

Video from YouTube for Khela Shesh :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *