Featured Video Play Icon

Aha Mori Mori | আহা মরি মরি চলিতে চলিতে

Bon Polashir Podabali (1973)

আহা মরি মরি চলিতে চলিতে
বাজায় কাঁকন পরনে নীলাম্বরী।

পাগল আমি ও রূপ দেখে
মনে যে লয় অঙ্গ থেকে
ও রূপ চুরি করি…

আহা মরি মরি চলিতে চলিতে
বাজায় কাঁকন পরনে নীলাম্বরী।

চোখ নয় দুটি ভ্রমর কাজল কালো
যেন ঐ পদ্ম মুখে মানায় ভালো।
ও মুখের কাছে কি তাই হার মেনে যায়
পূর্ণিমার ই কোজাগরী।

পাগল আমি ও রূপ দেখে
মনে লয় ঐ অঙ্গ থেকে।
ও রূপ চুরি করি…
আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাঁকন পরনে নীলাম্বরী।

দোলে বেণী মনিহারা যেন ফণী
পায়ে তার নূপুর যে ঐ দোলে ধ্বনি।
শ্রাবন ধারার মতো রূপলাবনী অঙ্গ থেকে পড়ে ঝরি
পাগল আমি ও রূপ দেখে
মনে লয় ঐ অঙ্গ থেকে।
ও রূপ চুরি করি…

Film : Bon Palashir Padabali (1973)
Song : Aha Mori Mori
Singer : Shyamal Mitra
Music Director : Shyamal Mitra
Featuring Star Cast : Uttam Kumar, Supriya Debi

Video from YouTube for Aha Mori Mori :

https://www.youtube.com/watch?v=M30oBH4duCw

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *