আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।
আমাকে আমার মত থাকতে দাও
আমি নিজেকে নিজের মত গুছিয়ে নিয়েছি।
যেটা ছিলোনা ছিলোনা সেটা না পাওয়াই থাক
সব পেলে নষ্ট জীবন।
তোমার এই দুনিয়ার ঝাপসা আলোর
কিছু সন্ধ্যের গুড়ো হাওয়া কাচের মত
যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও
দূরবীণে চোখ রাখবো না নানা।
নানানানা, নানানানা
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার।
কখনো আকাশ বেয়ে চুপ করে
যদি নেমে আসে ভালবাসা খুব ভোরে।
চোখ ভাঙ্গা ঘুমে তুমি খুঁজো না আমায়
আশেপাশে আমি আর নেই।
আমার জন্য আলো জ্বেলোনা কেউ
আমি মানুষের সমুদ্রে গুনেছি ঢেউ
এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি
শেষ ট্রেনে ঘরে ফিরবো না নানা।
নানানানা নানানানা
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার।
না, নানানানানা, নানানানানা নানানানা
না, নানানানানা, নানানানানা নানানানা
তোমার রক্তে আছে স্বপ্ন যত
তারা ছুটছে রাত্রি-দিন নিজের মত।
কখনো সময় পেলে একটু ভেবো
আঙুলের ফাঁকে আমি কই?
হিসেবের ভিড়ে আমি চাইনা ছুঁতে
যত শুকনো পেঁয়াজকলি, ফ্রিজের শীতে
আমি ওবেলার ডাল-ভাতে ফুরিয়ে গেছি
বিলাসের জলে ভাসবো না না না।
নানানানা, নানানানা
এই জাহাজ মাস্তুল ছারখার
তবু গল্প লিখছি বাঁচবার।
আমি রাখতে চাইনা আর তার
কোন রাত-দূপুরের আবদার।
তাই চেষ্টা করছি বারবার
সাঁতরে পাড় খোঁজার।
না, নানানানানা, নানানানানা নানানানা
না, নানানানানা, নানানানানা নানানানা
না, নানানানানা, নানানানানা নানানানা
Song: Amake Amar Moto Thakte Dao
Artist: Rupam Islam
Movie: Autograph (2010)
Director: Srijit Mukherji
Music: Anupam Roy & Debojyoti Mishra
Lyricist: Anupam Roy
Star Casting: Prosenjit Chatterjee, Indraneil Sengupta , Nandana Sen
Video from YouTube for Amake Amar Moto Thakte Dao :
https://www.youtube.com/watch?v=ZcY96tC0AQs