সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশতো-
গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশতো ।
সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশতো-
গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশতো ।।
তার পরে পৃথিবীতে আঁধারের ধূপ ছায়া নামবেই ।
মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে ।
তার পরে পৃথিবীতে আঁধারের ধূপ ছায়া নামবেই ।
মৌমাছি ফিরে গেলে জানি তার গুঞ্জন থামবে ।
সে আঁধার নামুক না- গুঞ্জন থামুক না-
প্রাণে তবু রবে তার রেশ-তো, বেশতো- বেশতো- ।
সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশতো-
গোধূলির রঙে হবে এ ধরণী স্বপ্নের দেশতো ।।
তার পরে সারা রাত দু’জনে একা একা ভাবব ।
হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য ।
তার পরে সারা রাত দু’জনে একা একা ভাবব ।
হৃদয়ের লিপিকাতে কে যেন লিখেছে এক কাব্য ।
জোনাকিরা দীপ জ্বেলে আমাদের সাথে রাত জাগবেই
দু’টি প্রাণে চুপিচুপি নতুন সে সুর এক লাগবেই
জোনাকিরা জাগুক না, প্রাণে সুর লাগুক না
পাওয়াতে চাওয়ার হবে শেষ তো-, বেশতো-
Song: Surjo Dobar Pala Ashe Jodi
Movie: Indrani (1958)
Artist: Hemanta Mukherjee
Lyricist: Gauriprasanna Mazumder
Music Director: Nachiketa Ghosh
Director: Niren Lahiri
Star Cast: Uttam Kumar, Suchitra Sen, Pahari Sanyal, Chhabi Biswas
Video from YouTube for Surjo Dobar Pala Ashe Jodi :