Featured Video Play Icon

mon bojhe na | মন বোঝে না

Arijit Singh Chirodini Tumi Je Amar 2 (2014)

মন বোঝে না বোঝে না বোঝে না,
মন বোঝে না বোঝে না।

পড়ছে কেন বিনা মেঘেই বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ
চাইছি দিনে অল্প দেখা তোর
পালটে দিতে আমার গল্পের মোড়
কিছুতেই উপায় মেলে না।
ও ও ও
মন বোঝে না বোঝে না বোঝে না,
মন বোঝে না বোঝে না।
মন বোঝে না বোঝে না বোঝে না,
মন বোঝে না বোঝে না।

ইচ্ছে করে একটা ঘরে থাকব দুজনায়
গড়বো ভিটে খুশির ইটে সঙ্গী হবি আয়,
কলের পারে জলের ধারা ঘরের পরে তুই
চারটে হাতে খেলনা পাতে একজোড়া চড়ুই,
সে ভাবনারা চোখ খোলে না।
ও ও হো
মন বোঝে না বোঝে না বোঝে না,
মন বোঝে না বোঝে না।
মন বোঝে না বোঝে না বোঝে না,
মন বোঝে না বোঝে না।

রোজ বিকেলে আতর ঢেলে তোকে সাজাবই
মেলায় যাব রিক্সা চড়ে বসবি পাশে তুই,
বন্দী আছে হাজার আশা বুকের মাঝে দেখ
একটু চিনে নিলেই হব দুজন মিলে এক,
তবু স্বপ্নেরা মুখ খোলে না।
ও ও হো
মন বোঝে না বোঝে না বোঝে না,
মন বোঝে না বোঝে না।

পড়ছে কেন বিনা মেঘে বাজ
পদ্য লেখা আমার তো নয় কাজ,
চাইছি দিনে অল্প দেখা তোর
পালটে দিতে আমার গল্পের মোড়,
কিছুতেই উপায় মেলে না।
ও ও হো
মন বোঝে না বোঝে না বোঝে না,
মন বোঝে না বোঝে না।
হে
মন বোঝে না বোঝে না বোঝে না,
মন বোঝে না বোঝে না।

Song: mon bojhe na
Artist: Arijit Singh
Movie: Chirodini Tumi Je Amar 2 (2014)
Director: Soumik Chattopadhyay
Music: Jeet Ganguly
Lyrics: Prasen
Star Casting: Arjun Chakraborty & Urmila Mahanta

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *