মনের হদিস কেই বা জানে?
সে হদিস কেই বা জানে?
কি যে থাকে মনের ঘরে!
কেউ জানে না, কেউ জানে না
সেও জানে না যে ধারন করে, ধারন করে।
না না কেউ জানে না, কেউ জানে না
সেও জানে না যে ধারন করে, ধারন করে।
খাঁচার পাখি আকাশ খোঁজে
বোঝে না সে বোকা।
আকাশ ধরতে গোটা জীবন
খাবে সময় পোকা।
খাঁচার পাখি আকাশ খোঁজে
বোঝে না সে বোকা।
আকাশ ধরতে গোটা জীবন
খাবে সময় পোকা।
তবু পাখির মন তো আকাশ ‘পরে
তবু পাখির মন তো আকাশ ‘পরে,
কেন যে মন এমন করে
কেউ জানে না, কেউ জানে না
সেও জানে না যে ধারন করে, ধারন করে।
মনের হদিস কেই বা জানে?
সে হদিস কেই বা জানে?
কি যে থাকে মনের ঘরে!
কেউ জানে না, কেউ জানে না
সেও জানে না যে ধারন করে, ধারন করে।
খুঁজতে গিয়ে ভালবাসা ঘুরি পথে পথে,
হাজার নিন্দার চাদর পরে চড়ি ফুলের রথে।
খুঁজতে গিয়ে ভালবাসা ঘুরি পথে পথে,
হাজার নিন্দার চাদর পরে চড়ি ফুলের রথে।
জানি ভালবাসা আছে ঘরে
তবু কি মন খুঁজেই মরে!
কেউ জানে না, কেউ জানে না
সেও জানে না যে ধারন করে, ধারন করে।
মনের হদিস কেই বা জানে?
কি যে থাকে মনের ঘরে!
কেউ জানে না, কেউ জানে না
সেও জানে না যে ধারন করে, ধারন করে।
না না কেউ জানে না, কেউ জানে না
সেও জানে না যে ধারন করে, ধারন করে।
না না কেউ জানে না, কেউ জানে না
সেও জানে না যে ধারন করে, ধারন করে।
Song: Moner Hodish
Artist: Subhamita Banerjee
Video from YouTube for Moner Hodish :