নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।
হে মন বলাকা, মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো ।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।
চাঁদেরও আখরে ঐ
আকাশেরও গা’য়
চাঁদেরও আখরে ঐ
আকাশেরও গা’য়
যেন পালক লেখনি তব
প্রেমেরও কবিতা লিখে যায়।
সুদুর পিয়াসী পাখা
কাঁপে থর থর ।
হে মন বলাকা, মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো ।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড় ।
মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও।
তব ঐ দুটি ভীরু চোখে
ভূবনেরে নাও ভরে নাও ।
তাই দিয়ে আপনারে সুন্দর কর।
হে মন বলাকা, মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।
হে মন বলাকা, মোর
অজানার আহবানে
চঞ্চল পাখা মেলে ধরো।
নীড় ছোট ক্ষতি নেই,
আকাশ তো বড়।
Song : Neer Chhoto Khoti Nai
Movie : Indrani(1958)
Artist : Hemanta Mukherjee, Geeta Dutt
Music Director : Nachiketa Ghosh
Lyricist : Gauriprasanna Mazumder
Director : Niren Lahiri
Starcast : Uttam Kumar, Suchitra Sen, Pahari Sanyal, Chhabi Biswas
Video from YouTube for Nir Chhoto Khoti Nai :
https://www.youtube.com/watch?v=TcrHprq-FP0&feature=youtu.be