বসন পরো মা, বসন পরো মা
বসন পরো, পরো মা গো
বসন পরো মা।
চন্দনে চর্চিত জবা পদে দিব আমি গো
বসন পরো মা, পরো বসন পরো মা।
বসন পরো, পরো মা গো, বসন পরো মা।
কালীঘাটে কালি তুমি, কৈলাশে ভবানী
বৃন্দাবনে রাধা প্যারির, গোকুলে গোপিনী।
পাতালেতে ছিলে মাগো হয়ে ভদ্রকালি
কত দেবতা করেছে পুজা দিয়ে নরবলি গো
বসন পরো মা, পরো বসন পরো মা।
পতিতের উজীর ধারা, গলে মুণ্ডমালা
হেট মুখে চেয়ে দেখো, পদতলে ভোলা
মাথায় সোনার মুকুট, ঠেকিছে গগনে
মা হয়ে বালকের কাছে, উলঙ্গ কেমনে
বসন পরো মা।
তুমি পাগল পতি পাগল
মাগো আরো আছে পাগল।
প্রসাদও হয়েছে পাগল
চরণ পাবার আশে গো।
বসন পরো মা, পরো বসন পরো মা।
বসন পরো, পরো মা গো
বসন পরো মা।
বসন পরো মা।
বসন পরো মা।
বসন পরো মা।
Song: Basan paro ma
Type: Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
Video from YouTube for Basan paro ma :
https://youtu.be/g3imq-t_pFQ