চিন্তাময়ী তারা তুমি
আমার চিন্তা করেছো কি?
নামে জগৎ চিন্তাহরা তুমি
নামে জগৎ চিন্তাহরা কিন্তুু
কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা।
প্রভাতে দাও অর্থ চিন্তা
মধ্যাহ্নে দাও জঠর চিন্তা।
প্রভাতে দাও অর্থ চিন্তা
মধ্যাহ্নে দাও জঠর চিন্তা।
সায়াহ্নে দাও অলস চিন্তা
বল মা তোমায় কখন ডাকি?
নামে জগৎ চিন্তাহরা কিন্তুু
কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি মা।
দিয়েছো এক মায়া কিনতে
সদাই করি তাই চিন্তে
না পারিলাম তোমায় চিনতে মা
না পারিলাম তোমায় চিনতে
চিন্তাকূপে ডুবে থাকি
তুইগো পাষাণে মেয়ে মা মা মাগো।
তুইগো পাষাণে মেয়ে
পরম চিন্তামণি পেয়ে
রোজ এলি পাষাণ হয়ে
রামপ্রসাদকে দিয়ে ফাঁকি।
নামে জগৎ চিন্তাহরা তুমি
নামে জগৎ চিন্তাহরা কিন্তুু
কাজে তেমন কই মা দেখি?
চিন্তাময়ী তারা তুমি
আমার চিন্তা করেছো কি?
চিন্তাময়ী তারা তুমি মা।
Song: Chintamoyee Tara Tumi
Type: Shayamasangeet
Artist: Pannalal Bhattacharya
Lyricist and Composer: Sadhak Ramprasad Sen(সাধক রামপ্রসাদ সেন)
Video from YouTube for Chintamoyee Tara Tumi :
https://youtu.be/OX6di7dBfOI