Featured Video Play Icon

Megh Pakhi| মেঘ পাখি

Lagnajita Chakraborty

মেঘ পাখি, ঝরা পাতা, এলোমেলো হাওয়া,
তোর চোখ জুড়ে স্বপ্ন আর সহস্র চাওয়া,
তোর ঠোঁট চাপা হাসি আর চোখে চাপা জল,
সব খুব মনে পরে কেমন আছিস বল?

আজ অনেকদিন পর ফের দেখা হল তোর সাথে
সেই শেষ দেখা মনে আছে বছরের শেষ রাতে।
তুই ছিলি আমি ছিলাম, আর ছিল অনেক ভিড়
তবু একলা রাত খুঁজে নিয়ে, হ​য়েছিলাম নিবিড়
তারপর সব রাত স্বপ্ন হারিয়ে
জেগেছি একা একা ছায়াপথ ছাড়িয়ে।
তারপর সব রাত স্বপ্ন হারিয়ে
জেগেছি একা একা ছায়াপথ ছাড়িয়ে।
সবুজ মাঠ নীল আকাশ রামধনু এঁকে
সব ব্যথা কুড়িয়েছি আজ হাসি মুখে।
সবুজ মাঠ নীল আকাশ রামধনু এঁকে
সব ব্যথা কুড়িয়েছি আজ হাসি মুখে।
আমি জানি তোর এড়িয়ে যাওয়া দৃষ্টি আমাকেই খোঁজে
জানি অবুঝ মন বস হয়েছে সমাজ গণ্ডী বুঝে।

কথা অনেক বাঁচিয়ে রাখলাম
আবার বলার আশায়।
উড়ো চিঠি আমি ঠিক পাঠাব
তোর ভুল কোনো ঠিকানায়।
সব বাধা সব নিয়ম সব ফাঁকি দিয়ে
আর সম​য় নেই আজ
আবার যেতে হবে হারিয়ে।
সব বাধা সব নিয়ম সব ফাঁকি দিয়ে
আর সম​য় নেই আজ
আবার যেতে হবে হারিয়ে।

Song name: Megh Pakhi
Artist: Lagnajita Chakraborty and Arpan Karmakar
Lyricist: Pritam Guha
Music: Arpan Karmakar

Video from YouTube for Megh Pakhi :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *