Featured Video Play Icon

Nodir Jemon Jhorna Ache | নদীর যেমন ঝর্ণা আছে

Arati Mukherjee Chutir Phande (1974)

নদীর যেমন ঝর্ণা আছে
ঝর্ণারও নদী আছে।
আমার আছো তুমি শুধু তুমি।
আমার আছো তুমি শুধু তুমি।

বাঁশীর যেমন কৃষ্ণ আছে
কৃষ্ণেরও বাঁশী আছে।
আমার আছো তুমি শুধু তুমি।
আমার আছো তুমি শুধু তুমি।

যতই থাকো দূরে সরে
তোমায় দূরে ভাববো কেন?
তোমার আমার মাঝে ওগো
আড়াল তুলে রাখবো কেন?
যতই থাকো দূরে সরে
তোমায় দূরে ভাববো কেন?
তোমার আমার মাঝে ওগো
আড়াল তুলে রাখবো কেন?
সুখের যেমন দুঃখ আছে
দুখের মাঝেও সুখ যে আছে।
আমার আছো তুমি শুধু তুমি।
আমার আছো তুমি শুধু তুমি।

তোমার মত অভিসারে
চির জনম জ্বলব আমি।
সুরে সুরে গানে গানে
তোমার কথাই বলব আমি।
তোমার মত অভিসারে
চির জনম জ্বলব আমি।
সুরে সুরে গানে গানে
তোমার কথাই বলব আমি।
পথের যেমন পথিক আছে
পথিকেরও পথ যে আছে।
আমার আছো তুমি শুধু তুমি।
আমার আছো তুমি শুধু তুমি।

Song: Nodir Jemon Jhorna Ache
Artist: Arati Mukherjee
Movie: Chhutir Phande (1974)
Director: Salil Sen
Music Director: Nachiketa Ghosh
Lyricist: Pulak Banerjee
Star Casting: Soumitra Chatterjee, Aparna Sen, Rabi Ghosh, Utpal Dutta

Video from YouTube for Nodir Jemon Jhorna Ache :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *