Featured Video Play Icon

Tumi Esechile Porsu | তুমি এসেছিলে পরশু

Sachin Dev Burman

তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।

তুমি কি আমায় বন্ধু
কাল কেন আসনি।
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।

নদী যদি হয় রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়।
নদী যদি হয় রে ভরাট কানায় কানায়
হয়ে গেলে শূন্য হঠাৎ তাকে কি মানায়।
তুমি কি আমায় বন্ধু কাল মনে রাখনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।

তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।

আকাশে ছিলনা বলে হায় চাঁদের পালকী
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি।
আকাশে ছিলনা বলে হায় চাঁদের পালকী
তুমি হেঁটে হেঁটে সন্ধ্যায় আসনি কাল কি।
তুমি কি আমায় বন্ধু কাল অভিলাষনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।।

তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।
তুমি এসেছিলে পরশু
কাল কেন আসনি।

বনে বনে পাখি ডেকে যায় আবোল-তাবোল
থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল।
বনে বনে পাখি ডেকে যায় আবোল-তাবোল
থেকে থেকে হাওয়া ডেকে যায় দিয়ে যায় দোল।
তুমি কি আমায় বন্ধু একবারও ডাকনি,
কাল কেন আসনি
কাল ভালবাসনি।
আসনি কাল ভালবাসনি।

Song: Tumi Esechile Porsu
Artiste : S.D.Burman

Video from YouTube for Tumi Esechile Porsu :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *