ওরে সুজন নাইয়া
ওরে সুজন নাইয়া
কোন বা কন্যার দেশে যাও রে চাঁদের ডিঙ্গা বাইয়া?
ওরে সুজন নাইয়া-
গ্রহ তারার নয়ন-কোলে কার চাহনির
কার চাহনির মানিক জ্বলে,
গ্রহ তারার নয়ন-কোলে কার চাহনির মানিক জ্বলে,
আবছা মেঘের পত্রখানি
আবছা মেঘের পত্রখানি কে দিল পাঠাইয়া ?
ওরে সুজন নাইয়া-
কোন্ সে কন্যার দীর্ঘ নিশ্বাস আইল বাউরী বায়ে,
চোখের জলে তোমার নাম, কে লেখে আমার গায়ে ?
নদীর জলে আরশিতে হায়,
কোন সে প্রিয়া
কোন সে প্রিয়া দেখে তোমায়
নদীর জলে আরশিতে হায়,
কোন সে প্রিয়া দেখে তোমায়
সাঁঝের পিদিম ভাসায় জলে
সাঁঝের পিদিম ভাসায় জলে
কে তোমারে চাইয়া
ওরে সুজন নাইয়া
কোন বা কন্যার দেশে যাও রে চাঁদের ডিঙ্গা বাইয়া?
Song: Ore Sujan Naiya
Artist: S. D. Burman
Lyricist: Ajay Bhattacharya
Composer: S. D. Burman
Video from YouTube for Ore Sujan Naiya: