হো হো হো হো হো হো হো হো হো
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন?
নৈতিকতার স্খলন দেখেও
মানবতার পতন দেখেও
নির্লজ্জ অলস ভাবে বইছ কেন?
সহস্র বরষার, উন্মাদনার
মন্ত্র দিয়ে, লক্ষজনেরে
সবল সংগ্রামী, আর অগ্রগামী
করে তোলো না কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন?
জ্ঞানবিহীন নিরক্ষরের
খাদ্যবিহীন নাগরিকের
নেতৃবিহীনতায় মৌন কেন?
সহস্র বরষার, উন্মাদনার
মন্ত্র দিয়ে, লক্ষজনেরে
সবল সংগ্রামী, আর অগ্রগামী
করে তোলো না কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের-
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে- ও গঙ্গা তুমি-
গঙ্গা বইছ কেন?
ব্যক্তি যদি ব্যক্তিকেন্দ্রিক,
সমষ্টি যদি, ব্যক্তিত্বরহিত,
তবে শিথিল সমাজকে ভাঙো না কেন?
সহস্র বরষার, উন্মাদনার
মন্ত্র দিয়ে, লক্ষজনেরে
সবল সংগ্রামী, আর অগ্রগামী
করে তোলো না কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন?
স্রোতস্বিনী কেন নাহি বও?
তুমি নিশ্চয়ই জাহ্নবী নও
তাহলে, প্রেরণা দাও না কেন?
উন্মত্ত ধরার, কুরুক্ষেত্রের
শরশয্যাকে আলিঙ্গন করা
লক্ষকোটি ভারতবাসীকে, জাগালে না কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে, ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন?
বিস্তীর্ণ দুপারের, অসংখ্য মানুষের
হাহাকার শুনেও,
নিঃশব্দে নীরবে ও গঙ্গা তুমি
গঙ্গা বইছ কেন?
উল্লেখ্য : ১৯৫২ সালে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে পি.এইচ.ডি. ডিগ্রী লাভ করেন তিনি। সেই সময় তৎকালীন নিগ্রো আন্দোলনের নেতা ও অ্যাকটিভিস্ট গণসংগীতশিল্পী পল রোবসনের দ্বারা প্রভাবিত হয়ে পড়েন। আর একদিকে ১৯৫২ সালে ব্রহ্মপুত্র নদের বন্যায় প্রায় ভেসে যায় ভূপেন হাজারিকার জন্মগ্রাম সাদিয়া। পল রোবসনের “Ol’ Man River” শুনে তিনি রচনা করেন “বিস্তীর্ণ দুপারে” গানটি। বাংলা এবং অসমীয়া ছাড়াও হিন্দি ও আরোও অনেক ভাষায় অনুবাদ এবং রেকর্ড করেন এই গানটি। সবক’টি ভাষাতেই গানটি আজও সমানভাবে জনপ্রিয়।
Note: In New York Bhupen Hazarika befriended Paul Robeson, a prominent civil rights activist, who influenced him in his song Bistirno parore which is based on the imagery and theme of Robeson’s Ol’ Man River. This song is translated in various Indian languages, including Bengali and Hindi and sung by the artist himself, and is still popular.(From Wikipedia)
Song: Bistirno duparer
Artist: Bhupen Hazarika
Original Song: Old Man Rive
Video from Youtube for Bistirno duparer: