মধুর মধুর বংশী বাজে, কোথা কোন কদম তলিতে।
মধুর মধুর বংশী বাজে, কোথা কোন কদম তলিতে।
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে?
মধুর মধুর বংশী বাজে, কোথা কোন কদম তলিতে।
পোড়া মন ভুল করিলি চোখ তুলিলি পথের ধূলা থেকে
রাই যে আমার রাঙা পায়ের ছাপ গিয়েছে এঁকে।
পোড়া মন ভুল করিলি চোখ তুলিলি পথের ধূলা থেকে
রাই যে আমার রাঙা পায়ের ছাপ গিয়েছে এঁকে।
ঢুকলি ছেড়ে পথের ধূলো চন্দ্রাবলীর কুঞ্জ গলিতে।
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে?
অনেক আলোর ঘটায় অনেক ছটা ঝলোমলো
আমার হাতের মাটির পিদিম লাজে নিভাইলো।
অনেক আলোর ঘটায় অনেক ছটা ঝলোমলো
আমার হাতের মাটির পিদিম লাজে নিভাইলো।
এখন যে হায় গভীর আঁধার
কোন পথে ঘাট বল ললিতে।
আমি পথের মাঝে পথ হারালেম ব্রজে চলিতে
কোন মহাজন পারে বলিতে?
মধুর মধুর বংশী বাজে, কোথা কোন কদম তলিতে।
মধুর মধুর বংশী বাজে, কোথা কোন কদম তলিতে।
Song: Madhur madhur banshi baje
Artist: Sandhya Mukherjee
Lyricist: Tarasankar Bandyopadhyay
Composer: Sudhin Dasgupta
Video from YouTube for Madhur madhur banshi baje:
https://youtu.be/0cNjctbuHmA