আমি আভিসারে যাব আমি যাব আভিসারে
ধুপের ধোঁয়াতে মোর অলক শুখায়ে নেবো
সাজাতে কবরী ফুল হারে
আমি আভিসারে যাব আমি যাব আভিসারে
একটি অশ্বথ পাতা প্রদীপের শিসে আমি ধরিব
তার কিছু কালি ওগো কাজল করিয়া চোখে পরিব
আর বাকি কালি অঙ্গে মাখিয়া আমি
কলঙ্কিনী হব আহঙ্কারে
আমি আভিসারে যাব আমি যাব আভিসারে
যদি গিয়ে দেখি সে ঘুমায়ে পরেছে তারে জাগাব না ডেকে
আঁখিটা লব তার কপলে বুলায়ে
সোহাগ দেব যে আমি এঁকে তারে জাগাব না ডেকে
জাগাব না ডেকে জাগাব না ডেকে
নীরব বাঁশিটি আমি হাতে তুলে দেব সুরে ভরিয়া
শ্যাম হয়ে আমি তারে ডাকিব যে তারি নাম ধরিয়া
এবার দুটি নাম একি সুরে একিসাথে বলিতে শেখাব আমি তারে
আমি আভিসারে যাব আমি যাব আভিসারে
ধুপের ধোঁয়াতে মোর অলক শুখায়ে নেবো
সাজাতে কবরী ফুল হারে
আমি আভিসারে যাব আমি যাব আভিসারে
Song: Ami Ovisare Jabo
Singer: Sandhya Mukherjee
Video from YouTube for Ami Ovisare Jabo :
https://www.youtube.com/watch?v=546Yu5UDGeY