Featured Video Play Icon

Ami Ovisare Jabo | আমি আভিসারে যাব

Sandhya Mukherjee

আমি আভিসারে যাব আমি যাব আভিসারে
ধুপের ধোঁয়াতে মোর অলক শুখায়ে নেবো
সাজাতে কবরী ফুল হারে
আমি আভিসারে যাব আমি যাব আভিসারে

একটি অশ্বথ পাতা প্রদীপের শিসে আমি ধরিব
তার কিছু কালি ওগো কাজল করিয়া চোখে পরিব
আর বাকি কালি অঙ্গে মাখিয়া আমি
কলঙ্কিনী হব আহঙ্কারে
আমি আভিসারে যাব আমি যাব আভিসারে
যদি গিয়ে দেখি সে ঘুমায়ে পরেছে তারে জাগাব না ডেকে
আঁখিটা লব তার কপলে বুলায়ে
সোহাগ দেব যে আমি এঁকে তারে জাগাব না ডেকে
জাগাব না ডেকে জাগাব না ডেকে
নীরব বাঁশিটি আমি হাতে তুলে দেব সুরে ভরিয়া
শ্যাম হয়ে আমি তারে ডাকিব যে তারি নাম ধরিয়া
এবার দুটি নাম একি সুরে একিসাথে বলিতে শেখাব আমি তারে
আমি আভিসারে যাব আমি যাব আভিসারে
ধুপের ধোঁয়াতে মোর অলক শুখায়ে নেবো
সাজাতে কবরী ফুল হারে
আমি আভিসারে যাব আমি যাব আভিসারে

Song: Ami Ovisare Jabo
Singer: Sandhya Mukherjee

Video from YouTube for Ami Ovisare Jabo :
https://www.youtube.com/watch?v=546Yu5UDGeY

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *