একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্না খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে।
একটা ছেলে মনের আঙিনাতে
ধীর পায়েতে এক্কা দোক্কা খেলে
বন পাহাড়ি ঝর্না খুঁজে
বৃষ্টি জলে একলা ভিজে।
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে।
সেই ছেলেটা আমায় ছুঁয়ে ফেলে।
আমি তো বেশ ছিলাম চুপিসাড়ে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে।
আমি তো বেশ ছিলাম চুপিসাড়ে
ছোট্ট মেয়ে সেজে একটা কোণে
সবুজ বনে নীলচে আলো জ্বেলে
স্বপ্ন ভেজা মাটিতে পা ফেলে।
সেই ছেলেটা হঠাৎ এলো মনে।
সেই ছেলেটা হঠাৎ এলো মনে।
ছোট্ট আমি দুষ্টু আমি সেজে
কেমন যেন হলাম জড়োসড়ো
আকাশ ভরা তারার আলো দেখে,
বৃষ্টি ভেজা মাটিতে পা রেখে,
বুক ভরা আবেগটুকু ঢেকে,
হঠাৎ করে হয়ে গেলাম বড়ো।
বন পাহাড়ি ঝর্না বৃষ্টি ফেলে
আমায় বাসলে ভালো সেই ছেলে।
বন পাহাড়ি ঝর্না বৃষ্টি ফেলে
আমায় বাসলে ভালো সেই ছেলে।
Song: Ekta Chele Moner Anginate
Artist: Sahana Bajpaie
Album: Jhalmuri 1
Video from YouTube for Ekta Chele Moner Anginate:
https://www.youtube.com/watch?v=iAiHFHBYbqs