Featured Video Play Icon

O Tota Pakhi Re | ও তোতা পাখি রে

Nirmala Mishra

ও তোতা পাখি রে শেকল খুলে উড়িয়ে দেবো
মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও
ঘুমিয়েছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে
সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও
ও তোতা পাখি রে

কেউ বলে মা ভোরের বেলায় চাঁপার বনে ফুলের মেলায়
ফুল কুড়িয়ে কখন যেন ঠাকুর ঘরে আসে
ভোরের আলো ফোঁটার আগেই জেগে কত খুঁজি মাকে
চাঁপাতলায় ঠাকুরঘরে বাড়ির আশেপাশে
আমাকে মা ভুলেই গেছে পাই না তাকে আর কোথাও
ও তোতা পাখি রে

কেউ বলে রোজ নিশুত রাতে তারার দেশে আঙিনাতে
মা দেখা দেয় চুপি চুপি আলো ছায়ার মাঝে
রোজই ভাবি জেগে থাকি মা কি আমায় দেবে ফাঁকি
কখন যে ঘুম জুরিয়ে আসে বুঝতে পারি না যে
পাখি তুমি লক্ষী আমায় মায়ের কাছে নিয়ে যাও
ও তোতা পাখি রে শেকল খুলে উড়িয়ে দেবো
মাকে যদি এনে দাও আমার মাকে যদি এনে দাও
ঘুমিয়েছিলাম মায়ের কোলে কখন যে মা গেল চলে
সবাই বলে ওই আকাশে লুকিয়ে আছে খুঁজে নাও
ও তোতা পাখি রে

Song: O Tota Pakhi Re
Singer: Nirmala Mishra
Music Director: Prabir Mazumder
Lyricist: Probir Mazumder

Video from YouTube for O Tota Pakhi Re :
https://www.youtube.com/watch?v=LnhTvTpws_s

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *