হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নইলে রাঁধব না, বাঁধব না চুল।
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নইলে রাঁধব না, বাঁধব না চুল।
কুস্মী-রঙ শাড়ি, চুড়ি বেলোয়ারি
কুস্মী-রঙ শাড়ি, চুড়ি বেলোয়ারি
কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে
কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে
বাবলা ফুল, আমের মুকুল, নইলে রাঁধব না, বাঁধব না চুল।
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নইলে রাঁধব না, বাঁধব না চুল।
তিরকুট পাহাড়ে শাল-বনের ধারে
তিরকুট পাহাড়ে শাল-বনের ধারে
বসবে মেলা আজি বিকাল বেলায়,
দলে দলে পথে চলে সকাল হতে
দলে দলে পথে চলে সকাল হতে
সাঁওতাল-সাঁওতালনি নূপুর বেঁধে পায়
যেতে দে ওই পথে বাঁশি শুনে’ শুনে’
যেতে দে ওই পথে বাঁশি শুনে’ শুনে’
পরান বাউল
পলার মালা নাই কী যে করি ছাই,
পলার মালা নাই কী যে করি ছাই,
গাঁথব মালা যে এনে দে রে সিঁয়াফুল
কুস্মী-রঙ শাড়ি, চুড়ি বেলোয়ারি
কুস্মী-রঙ শাড়ি, চুড়ি বেলোয়ারি
কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে
কিনে দে হাট থেকে, এনে দে মাঠ থেকে
বাবলা ফুল, আমের মুকুল, নইলে রাঁধব না, বাঁধব না চুল।
নইলে রাঁধব না, বাঁধব না চুল।
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে নইলে রাঁধব না, বাঁধব না চুল।
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে-
হলুদ গাঁদার ফুল, রাঙা পলাশ ফুল
এনে দে এনে দে-
Song: Holud gandar phul
Artist: Sandhya Mukherjee
Type: Najrugiti
Video from YouTube for Holud gadar phul:
https://youtu.be/0HT0wWXc3ow