তোমার সঙ্গে দেখা না হলে
ভালবাসার দেশটা আমার দেখা হত না।
তুমি না হাত বাড়িয়ে দিলে
এমন একটা পথে চলা আর শেখা হত না।
তোমার সঙ্গে দেখা না হলে-
বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা
বুঝি নি ছিলাম যতদিন আমি একেলা।
তুমি ফাগুন এনে না দিলে
সেই পাখীটার ডাকা হত না।
তোমার সঙ্গে দেখা না হলে-
ধুধু এক মরু যেন নদী হয়েছে
ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে।
ধুধু এক মরু যেন নদী হয়েছে
ঢেউয়ে ঢেউয়ে উথাল পাথাল সুখে বয়েছে।
দিন রাত চোখেই গেছে মনে ধরেনি
কোনো কিছু দিয়েই মনের পাতা ভরে নি।
তুমি আখর না চেনালে
আজও কিছুই লেখা হতো না।
তোমার সঙ্গে দেখা না হলে
ভালবাসার দেশটা আমার দেখা হত না।
তুমি না হাত বাড়িয়ে দিলে
এমন একটা পথে চলা আর শেখা হত না।
তোমার সঙ্গে দেখা না হলে
ভালবাসার দেশটা আমার দেখা হত না।
Song: Tomar Songe Dekha Na Hole
Artist: Jatileswar Mukhopadhyay
Lyricist and Composer: Jatileswar Mukhopadhyay
Video from YouTube for Tomar Songe Dekha Na Hole:
https://www.youtube.com/watch?v=YC2r7jyw4gw