Featured Video Play Icon

Ei Pothe Jai Chole | এই পথে যায় চলে

Shyamal Mitra

এই পথে যায় চলে,
ঝরা পাতা যায় দলে,
ও কোন সুরে উতলা মন আমার
নয় সে কাছে নয় সে দূরে
তবু জানি সে যে কার।
এই পথে যায় চলে,
ঝরা পাতা যায় দলে-

এই যে পাখী গানে আনমনা
এই যে সুরে মায়া জাল বোনা,
এই যে পাখী গানে আনমনা-
এই যে পাখী গানে আনমনা
এই যে সুরে মায়া জাল বোনা,
এই যে পাখী গানে আনমনা-
এমনি করে রইবে তারা
চিরদিনই সে তোমার।
এই পথে যায় চলে,
ঝরা পাতা যায় দলে-

মনে মনে সেই কথাটি বাজে গুঞ্জরী
ফুল শাখে তারই ছোঁয়ায় ওঠে মঞ্জুরী।
মনে মনে সেই কথাটি বাজে গুঞ্জরী
ফুল শাখে তারই ছোঁয়ায় ওঠে মঞ্জুরী।

কোন সে মায়া নতুন পল্লবে
কার সে ছায়া জাগে দুর্লভে,
কোন সে মায়া নতুন পল্লবে-
কোন সে মায়া নতুন পল্লবে
কার সে ছায়া জাগে দুর্লভে,
কোন সে মায়া নতুন পল্লবে-
একটু ছোঁয়া রয় যে মিশে
ভীরু মনে কোন আশায়।

এই পথে যায় চলে,
ঝরা পাতা যায় দলে,
ও কোন সুরে উতলা মন আমার
নয় সে কাছে নয় সে দূরে
তবু জানি সে যে কার।
এই পথে যায় চলে,
ঝরা পাতা যায় দলে,
এই পথে যায় চলে-

Song: Ei Pothe Jai Chole
Artist and Composer: Shyamal Mitra
Lyricist: Pabitra Mitra

Video from YouTube for Ei Pothe Jai Chole :
https://www.youtube.com/watch?v=dmHWaXpZss8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *