আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?
আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?
আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমি দুখের সিংহাসনে বসে
সুখের বিচার করি,
সুখের বিচার করি
আমি ভাবের ঘরে অভাবটুকু
আখর দিয়ে ভরি।
আমি দুখের সিংহাসনে বসে
সুখের বিচার করি,
সুখের বিচার করি
আমি ভাবের ঘরে অভাবটুকু
আখর দিয়ে ভরি।
আমার পরম বন্ধু হবে এমন অধির কই?
আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?
আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমি অসীম ধনে ধনী,
আমি অসীম ধনে ধনী
দরিদ্র কে বলে আমায়?
জাগরনে ঘুমিয়ে আছি
বিনিদ্র কে বলে আমায়?
আমি অসীম ধনে ধনী,
আমি অসীম ধনে ধনী
দরিদ্র কে বলে আমায়?
জাগরনে ঘুমিয়ে আছি
বিনিদ্র কে বলে আমায়?
আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি
আমি ভালবাসার যন্ত্রনাকে অধিক ভালবাসি।
আমি পথের দিশা ভুলে গিয়ে পথেই ফিরে আসি
আমি ভালবাসার যন্ত্রনাকে অধিক ভালবাসি।
আমায় ধরে বেঁধে রাখে এমন সিনির কই?
আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
আমার স্বপন কিনতে পারে এমন আমির কই?
আমার জলছবিতে রঙ মেলাবে এমন আবির কই?
Song: Amar swapan kinte pare
Artist, Lyricist and Composer: Jatileswar Mukhopadhyay
Video from YouTube for amar swapan kinte pare:
https://www.youtube.com/watch?v=aMEL_Vjrh9o