তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
মনে চায়, প্রাণে চায়
মনে চায়, প্রাণে চায়
দেহে চায় যারে।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে ।
বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে ।
যৌবন বসন্তে এ মন থাকতে চায়না ঘরে ।
যৌবন বসন্তে এ মন থাকতে চায়না ঘরে ।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে ।
আতর গোলাপ চুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে ।
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে ।
সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে ।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
আসিলে আসিতে পারে ভরসা অন্তরে,
করিমে কয় পাইলে কি আর ছাইড়া দিতাম তারে ।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
তোমরা কুঞ্জ সাজাও গো
আজ আমার প্রাণনাথ আসিতে পারে ।
Song: Tomra kunja sajao go
Artist: Aditi Munshi
Type: Lokogiti
Lyrics: Shah Abdul Karim
Video from YouTube for Tomra kunja sajao go: