ও লিলাক দিদি লিলো লো লিলো লো লিলো লো
শাল তলে বেলা ডুবিল
ও লিলাক দিদি লিলো লো লিলো লো লিলো লো
শাল তলে বেলা ডুবিল
শাল তলে বেলা ডুবিল
দিদি লিলো লো
শাল তলে বেলা ডুবিল
আরে আদান জলে দাঁড়াল রে কাজলা
হাঁটু জলে পারা না রে কাপড় ভিজি গেল
আরে আদান জলে দাঁড়াল রে কাজলা
হাঁটু জলে পারা না রে কাপড় ভিজি গেল
ও লিলাক দিদি লিলো লো লিলো লো লিলো লো লিলো লো
শাল তলে বেলা ডুবিল
ও লুধুরার নদীতে পান করিল দিদি
ও দিদি লিলো লো লিলো লো লিলো লো
শাল তলে বেলা ডুবিল
আরে বারে বারে করি বারণ কাজলা
সোনার ছাতা ধৈর না
সোনার ছাতা ধৈর না
সোনার ছাতা ধৈর না গো
আরে পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে
সোনার ছাতা ভাঙিল
সোনার ছাতা ভাঙিল
সোনার ছাতা ভাঙিল গো
আরে পশ্চিমের বাতাসে দক্ষিণের মেঘেতে
সোনার ছাতা ভাঙিল
সোনার ছাতা ভাঙিল
সোনার ছাতা ভাঙিল গো
আরে বাঘমুণ্ডীর পাহাড়ে
মারানবুরু আহারে
পারা নারে হাঁটু জলে কাপড় ভিজি গেল
ওহো বাঘমুণ্ডীর পাহাড়ে
মারানবুরু আহারে
পারা নারে হাঁটু জলে কাপড় ভিজি গেল
ও লুধুরার নদীতে পান করিল দিদি
ও দিদি লিলো লো লিলো লো লিলো লো
শাল তলে বেলা ডুবিল
ও লিলাক দিদি লিলো লো লিলো লো লিলো লো
শাল তলে বেলা ডুবিল
ও লিলাক দিদি লিলো লো লিলো লো লিলো লো
শাল তলে বেলা ডুবিল
Song: Shal Tole Bela Dubilo
Type: Folk Song
Video from YouTube for Shal Tole Bela Dubilo:
Excellent efforts in writing down the lyrics for us. Thank you again and again.