Featured Video Play Icon

Phande Poriya Boga Kande Re | ফান্দে পড়িয়া বগা কান্দে রে

Folk Song

ফান্দে পড়িয়া বগা কান্দে রে
ফান্দে পড়িয়া বগা কান্দে রে
ফান্দ বসাইছে ফান্দি রে ভাই পুঁটি মাছো দিয়া
ওরে মাছের লোভে বোকা বগা পড়ে উড়াল দিয়া রে।
ফান্দে পড়িয়া বগা কান্দে রে

ফান্দে পড়িয়া বগা রে করে টানাটুনা
ওরে আহারে কুংকুরার সুতা, হল লোহার গুনারে।
ফান্দে পড়িয়া বগা কান্দে রে

ফান্দে পড়িয়া বগা রে করে হায়রে হায়
ওরে আহারে দারুন বিধি সাথী ছাইড়া যায় রে।
ফান্দে পড়িয়া বগা কান্দে রে

উড়িয়া যায় চখুয়ার পঙ্খী বগীক বলে ঠারে
ওরে তোমার বগা বন্দী হইছে ধল্লা নদীর পারে রে।

এই কথা শুনিয়া রে বগী দুই পাখা মেলিল
ওরে ধল্লা নদীর পারে যাইয়া দরশন দিল রে।

বগাক দেখিয়া বগিক কান্দে রে
বগীক দেখিয়া বগাক কান্দেরে।
বগাক দেখিয়া বগিক কান্দে রে
বগীক দেখিয়া বগাক কান্দেরে।

Song: Phande Poriya Boga Kande Re
Artist: Swapan Basu
Type: Folk Song (ভাওয়াইয়া)

উল্লেখ্য: ভাওয়াইয়া গানের আকরভূমি রংপুর। বাংলাদেশের উত্তরাঞ্চলের নদী-নালা কম থাকায় গরুর গাড়িতে চলাচলের প্রচলন ছিল। আর গরুর গাড়ির গাড়োয়ান রাত্রে গাড়ি চলাবস্থায় বিরহ ভাবাবেগে কাতর হয়ে আপন মনে গান ধরে। উঁচু-নিচু রাস্তায় গাড়ির চাকা পড়লে তার গানের সুরে আধো-ভাঙ্গা বা ভাঁজ পড়ে। এই রকম সুরে ভাঙ্গা বা ভাঁজ পড়া গীতরীতিই ‘ভাওয়াইয়া’ গানে লক্ষণীয়। প্রেম-বিয়োগে উদ্বেলিত গলার স্বর জড়িয়ে যেরকম হয়, সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে ক্রমশঃ নীচের দিকে নেমে আসে। সুরে ভাঁজ পড়া ভাওয়াইয়া গানের স্বকীয় বৈশিষ্ট্য।(Wikipedia থেকে)

Video from Youtube for Phande Poriya Boga Kande Re :
https://youtu.be/zwydqkrbpsI

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *