আরে ও জীবন রে
জীবন ছাড়িয়া না যাইস্ মোকে
আরে তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করিবে কায় জীবনরে।
আদর করিবে কায় জীবনরে।
আরে দোনো জনে বুদ্ধি করিয়া রে
আরে ও জীবন
আইসলাম ভবের মাঝে,
আরে তুই জীবন
ছাড়িয়া যাইসলুং
নিধুয়া পাধারে জীবন রে।
আরে তুই জীবন
ছাড়িয়া যাইসলুং
নিধুয়া পাধারে জীবন রে।
আরে কচু পাতার পানি যেমন রে
আরে ও জীবন
টলমল টলমল করে
আরে ওই মতো
মানুষের দেহা
কখন টলিয়া পরে জীবনরে।
মানুষের দেহা
কখন টলিয়া পরে জীবনরে।
আরে ভাই বলো, ভাতিজা বলো রে
আরে ও জীবন সম্পতির ভাগি
আরে আগে করবে ভাগ বাটুরা
পিছে করবে গতি জীবনরে।
আরে আগে করবে ভাগ বাটুরা
পিছে করবে গতি জীবনরে।
আরে ধান কাটে ধানুয়া ভাইরে
আরে ও জীবন কাটিয়া ছাড়ে নারা
আরে তুই জীবন ছাড়িয়া গেইলে
মানষে কইবে মরা জীবনরে।
আরে তুই জীবন ছাড়িয়া গেইলে
মানষে কইবে মরা জীবনরে।
আরে ও জীবন রে
জীবন ছাড়িয়া না যাইস্ মোকে
আরে তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করিবে কায় জীবনরে।
আদর করিবে কায় জীবনরে।
আরে তুই জীবন ছাড়িয়া গেইলে রে
আরে ও জীবন কান্দে বাপরে ভাই
আরে শশ্মান ঘাটে সোনার দেহা
পুড়িয়া করিবে ছাই জীবনরে।
আরে শশ্মান ঘাটে সোনার দেহা
পুড়িয়া করিবে ছাই জীবনরে।
আরে ও জীবন রে
জীবন ছাড়িয়া না যাইস্ মোকে
আরে তুই জীবন ছাড়িয়া গেলে
আদর করিবে কায় জীবনরে।
আদর করিবে কায় জীবনরে।
Song: O Jibon Re Chariya Jasne
Artist: Protima Barua
Type: Goalporiya Bhawaiya(Folk Song)
Vedio from YouTube for O Jibon Re: