Featured Video Play Icon

Kalo Jole Kuchla Tole | কালো জলে কুচলা তলে

Folk Song

কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ চার(সার) আনা, কাল চার(সার) আনা পাই যে দরসন।
আজ চার(সার) আনা, কাল চার(সার) আনা পাই যে দরসন।

মেদিনীপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা ।
মেদিনীপুরের আয়না-চিরন, বাঁকুড়ার ঐ ফিতা
যতন করে বাঁধলি মাথা তাও যে বাঁকা সিঁথা ।
পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার
দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার
পেছপারিয়া রাজকুমারী গলায় চন্দ্রহার
দিনেদিনে বাইড়ছে তুমার চুলেরই বাহার।

কলি কলি ফুল ফুটেছে লীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কিষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা ।
কলি কলি ফুল ফুটেছে লীলকালো আর সাদা
কোঁড় ফুলেতে কিষ্ট আছেন কোঁড় ফুলেতে রাধা ।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ চার(সার) আনা, কাল চার(সার) আনা পাই যে দরসন।
কালো জলে কুচলা তলে ডুবল সনাতন
আজ চার(সার) আনা, কাল চার(সার) আনা পাই যে দরসন।

Song: Kalo Jole Kuchla Tole
Type: Jhumur(Folk Song)

Video from YouTube for Kalo Jole Kuchla Tole :
https://youtu.be/Ic-aB5V7YtU
https://youtu.be/wcxlgqP6_bs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *