হস্তির কন্যা হস্তির কন্যা
বাহনের মারি
মাথায় নিয়া তাম কলসী ও
সখী হাতে সোনার ঝারি
সখী ও
ও মোর হায় হস্তির কন্যা রে
খানিক দয়া নাই মাহুত তোর লাগিয়া রে
আরে বালু টিলটিল পঙ্খী কান্দে
বালুতে পড়িয়া
আর গৌরিপুরিয়া মাহুত কান্দে ও
সখী ঘরবাড়ি ছাড়িয়া
সখী ও
ও মোর কান্দল হাতির মাহুত রে
নারীর মন মোর কাঁদিয়া রয় রে
ও মোর হায় হস্তির কন্যা রে
খানিক দয়া নাই মাহুত তোর লাগিয়া রে
আরে আকাশেতে নাই রে চন্দ্র তারা কেমন জ্বলে
আর যে নারীর পুরুষ নাই ও
তার রূপে কি কাম করে সখী ও
ও মোর সারিনহাটির মাহুত রে
যে দিন মাহুত শিকার যায়
নারীর মন মোর কাঁদিয়া রয় রে
খানিক দয়া নাই মাহুত তোর লাগিয়া রে
আরে আইঅক ছাড়িলাম বাইঅক ছাড়িলাম
ছাড়িলাম সোনার খুরি
আর বিয়া করিয়া ছাড়িয়া আসিলাম ও
সখী অল্প বয়সের নারী সখী ও
ও মোর সারিনহাটির মাহুত রে
যে দিন মাহুত শিকার যায়
নারীর মন মোর কাঁদিয়া রয় রে
খানিক দয়া নাই মাহুত তোর লাগিয়া রে
আর পুকুরেতে নাইরে পানি
নৌকা কেমন চলে
আর যে নারীর পুরুষ নাই ও
তার রূপে কি কাম করে সখী ও
ও মোর সারিনহাটির মাহুত রে
যে দিন মাহুত শিকার যায়
নারীর মন মোর কাঁদিয়া রয় রে
খানিক দয়া নাই মাহুত তোর লাগিয়া রে
Song: Hastir Konya
Type: (Goyalparia lokogiti) Folk song, ভাওয়াইয়া
Artist: Pratima Barua Pandey
Video from YouTube for Hastir Konya: