বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল।
বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল।
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল।
দেখে ছিলাম শরানে ওরে শরানে,
দেখে ছিলাম শরানে ওরে শরানে
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে।
আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে।
ও বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথায় বেঁদে দেবো লাল গেন্দা ফুল।
ওরে লাল ধুলোর শরানে ওরে শরানে,
লাল ধুলোর শরানে ওরে শরানে,
ভালোবাসা দাড়িন ছিল মাথার সিঁথানে ।
ভালোবাসা দাড়িন ছিল মাথার সিঁথানে ।
বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথায় বেঁদে দেবো লাল গেন্দা ফুল।
ওরে যাকেনে কোথাই যাবি ওরে ও যাবি,
যাকেনে কোথাই যাবি ওরে ও যাবি,
দুদিন পর আমার ছাড়া আর কার বা হবি।
দুদিন পর আমার ছাড়া আর কার বা হবি।
বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল।
বড়লোকের বেটি লো লম্বা লম্বা চুল,
এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল।
Song: Genda Phool
Artist: Swapna Chakraborty
Type: Folk Song
Lyricist: Ratan Kahar
Composer: Chandrakanta Nandi
Vedio from YouTube for Genda Phool: