ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাঁশে
ওও ওও ওও ওও
আরো কি থাকিবে বাপের ঘরে গো
মন আমার কেমন কেমন করে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
হলুদ বাটা হল বাসি
পিড়ীত হল গলার ফাঁসি
ঝিলিক দিয়া তোমায় মনে পড়ে গো
মন আমার কেমন কেমন করে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
পরব দিনে মেলায় যাবো
ধামসা মাদল সঙ্গে নেবো
সুরগুঞ্জা ফুলে লালে লাল
তোর ঘুঙ্ঘ রাটা দিবে নাকি তাল ?
মহুয়া ফুলেতে মৌ ভরে গো
মন আমার কেমন কেমন করে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
ফুলে ফুলে ফুলটুসী
মধু খায় হল খুশি
হিংসাতে চোখ জ্বলে পুড়ে মরে গো
মন আমার কেমন কেমন করে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা বাঁশে
ওও ওও ওও ওও
আরো কি থাকিবে বাপের ঘরে গো
মন আমার কেমন কেমন করে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে
Song: Bhadoro Ashino Mase
Artist: Angshuman Roy
type: Polligiti
Video from YouTube for Bhadoro Ashino Mase :
https://www.youtube.com/watch?v=N-GBxNMui2M