আমি কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে রে।
আমি কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে রে।
হারায়ে সেই মানুষে তার উদ্দেশে দেশ বিদেশে,
আমি দেশ বিদেশে বেড়াই ঘুরে।
আমি কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে রে।
লাগি সেই হৃদয়শশী
সদা প্রাণ হয় উদাসী
পেলে মন হত খুশি
দিবানিশি দেখিতাম নয়ন ভরে।
আমি প্রেমানলে মরছি জ্বলে
নিবাই কেমন করে
মরি হায় হায় রে
আমি প্রেমানলে মরছি জ্বলে
নিবাই কেমন করে
ও তার বিচ্ছেদে প্রাণ কেমন করে
বিচ্ছেদে প্রাণ কেমন করে
দেখ না তোরা হৃদয় এসে।
দেখ না তোরা হৃদয় চিরে।
দিব তার তুলনা কি যার প্রেমে জগৎ সুখী
হেরিলে জুড়ায় আঁখি সামান্যে কি দেখিতে পারে তারে
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে।
মরি হায় হায় রে-
তারে যে দেখেছে সেই মজেছে ছাই দিয়ে সংসারে।
ও সে না জানি কি কুহক জানে,
না জানি কি কুহক জানে
অলক্ষ্যে মন চুরি করে।
হঠাৎ মন চুরি করে
কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে রে।
কুল মান সব গেল রে তবু না পেলাম তারে
প্রেমের লেশ নাই অন্তরে
তাইতে মোরে দেয় না দেখা সে রে।
ও তার বসত কোথায় না জেনে তায় গগণ ভেবে মরে
মরি হায় হায় রে
ও তার বসত কোথায় না জেনে তায় গগণ ভেবে মরে।
ও সে মানুষের উদ্দিশ যদি জানুস
মানুষের উদ্দিশ যদি জানুস কৃপা করে বলে দে রে
আমার সুহৃদ হয়ে বলে দে রে
ব্যথায় ব্যথিত হয়ে বলে দে রে।
কোথায় পাবো তারে
আমার মনের মানুষ যে রে।
Song: Ami Kothay Pabo Tare
Lyricist, Composer and Artist: Gagan Harkara
Video from YouTube for Ami Kothay Pabo Tare :
https://youtu.be/gHBEvnZPLDw