Tomake Chai(Title Song) :
চলো বলে ফেলি, কত কথাকলি
জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই।
ঝলসানো রাতে, এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার, আর রোশনাই।
কার্নিশে আলতা মাখানো
দিনেরা ঢলে পড়ে রাতে
তারপরে রাত্রি জাগানো
বাকিটা তোমারই তো হাতে।
জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই
তোমাকে পাই।
চলো বলে ফেলি, কত কথাকলি
জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই।
ঝলসানো রাতে, এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার, আর রোশনাই।
জানো কি?
কেন দিন দুপুরে স্বপ্নে ভিজেছি
মানো কি?
কেন রাত্রি হয়ে নামতে বসেছি
প্রতিদিন সবসময়
দেখা দেখি হলে বড় ভালো হয়।
ক্ষতি নেই, কাছে না বলে কয়েই চলে এলে
দেখো সেই, খুশি সাজাবো আমি হাজার ফুলে
প্রতিদিন সবসময়, দেখা দেখি হলে বড় ভালো হয়।
চলো বলে ফেলি, কত কথাকলি
জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই।
ঝলসানো রাতে, এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার, আর রোশনাই।
কার্নিশে আলতা মাখানো
দিনেরা ঢলে পড়ে রাতে
তারপরে রাত্রি জাগানো
বাকিটা তোমারই তো হাতে।
জেগে জেগে আমি শুধু ঘুমিয়ে পড়তে চাই
থেকে থেকে সেই মেঘেতে যাই বেড়াতে যাই
তোমাকে পাই।
চলো বলে ফেলি, কত কথাকলি
জন্মেছে বলতে তোমায়, তোমাকে চাই।
ঝলসানো রাতে, এ পোড়া বরাতে
তুমি আমার অন্ধকার, আর রোশনাই।
Song: cholo bole feli
Artist: Arijit Singh
Movie: Tomake Chai (2017)
Director: Rajib Kumar
Music: Indraadip Dasgupta
Lyrics: Prasen
Drums: Souvik Roy
Guitars: Aditya Shankar
Bass: Raj Kumar Dewan
Strokes: Tapas Roy
Live Piano: Arijit Singh
Video from YouTube for cholo bole feli :