এটা গল্প কার দেখো লিখছে কে
ভুলে অন্ধকার আলো শিখছে কে
এটা গল্প কার দেখো লিখছে কে
ভুলে অন্ধকার আলো শিখছে কে
কিছু আবদারের জানি নেই মানে
তোর সঙ্গে আজ আমাকে নে
এগিয়ে দে এগিয়ে দে দু-এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে
এগিয়ে দে এগিয়ে দে দু-এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে
এটা গল্প কার দেখো পড়ছে কে
ঘুমে রুপকথার দেশে ঘুরছে কে
এটা গল্প কার দেখো পড়ছে কে
ঘুমে রুপকথার দেশে ঘুরছে কে
কিছু আবদারের জানি নেই মানে
তোর সঙ্গে আজ আমাকে নে
এগিয়ে দে এগিয়ে দে দু-এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে
এগিয়ে দে এগিয়ে দে দু-এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে
পথ চলতে হাজারো রকম ওঠা পড়া এসেছে যখন
একা আমি তোকে তখন আগলে যাই
ঝারাঝাপটার মৌসুম এলে ফাঁকা একটু সময় পেলে
তোকে আমি আমার কথা বলতে চাই
কিছু আবদারের জানি নেই মানে
তোর সঙ্গে আজ আমাকে নে
এগিয়ে দে এগিয়ে দে দু-এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে
এগিয়ে দে এগিয়ে দে দু-এক পা এগিয়ে দে
হাঁটতে চাই কয়েক পা তোর সাথে
Film : Shudhu Tomari Jonyo (2015)
Song: Egiye DePresenter : Shrikant Mohta
Produced by : Shree Venkatesh Films
Direction: Birsa Dasgupta
Music : Arindom
Background Music : Indraadip Dasgupta
Lyrics- Prasen
Singers : Arijit Singh & Madhubanti Bagchi
Choreographer : Baba Yadav
Production Direction – Shibaji Pal
Starring : Dev, Srabanti, Mimi, Soham
Video from YouTube for Egiye De :