লেখা পড়া করে যে
গাড়ি ঘোড়া চড়ে সে
লেখা পড়া করে না
গাড়ি ঘোড়া চড়ে না
ভাষণ
গিলে গিলে সিলেবাস
হয়ে যাবে জিনিয়াস
টো টো করে ঘুরো না
ডানা মেলে উড়ো না
শাসন
আমরা মানছি না আর
বাজলো ছুটির গিটার
রুটিন নেই তো কিছুই
বন্ধু আয় ঝেঁপে তুই
দূর দূর দূর দুরবীনে চোখ রেখে
চল যাবো সেই দেশে
যেখানে ফুরফুরে রঙ মেখে
জলছবি যায় ভেসে
দূর দূর দূর দুরবীনে চোখ রেখে
চল যাবো সেই দেশে
যেখানে ফুরফুরে রঙ মেখে
জলছবি যায় ভেসে
না না নান না ও
না না নান না উ
লেখা পড়া করে যে
গাড়ি ঘোড়া চড়ে সে
লেখা পড়া করে না
গাড়ি ঘোড়া চড়ে না
ভাষণ
কেন এতো তুলছো হাই
কেন এতো ক্লাস কামাই
প্রেমে ট্রেমে পরলে কি?
এমা ছি ছি করলে কি
শাসন
আমরা মানছি না আর
বাজলো ছুটির গিটার
রুটিন নেই তো কিছুই
বন্ধু আয় ঝেঁপে তুই
দূর দূর দূর দুরবীনে চোখ রেখে
চল যাবো সেই দেশে
যেখানে ঝলমলে ক্লান্তিরা
ঘর ফেরে দিন শেষে
দূর দূর দূর দুরবীনে চোখ রেখে
চল যাবো সেই দেশে
যেখানে ফুরফুরে রঙ মেখে
জলছবি যায় ভেসে
যখনি লাগে বোরিং
ধোঁয়াকে কাছে টানি
বখাটে যত ফরিং
খুঁটে নেয় দানা পানি
দূর দূর দূর দুরবীনে চোখ রেখে
চল যাবো সেই দেশে
যেখানে ঝলমলে ক্লান্তিরা
ঘর ফেরে দিন শেষে
দূর দূর দূর দুরবীনে চোখ রেখে
চল যাবো সেই দেশে
যেখানে ফুরফুরে রঙ মেখে
জলছবি যায় ভেসে
Movie Name: Samantaral (2017)
Song Name: Ei Mon
Singers: Dev, Arijit Singh
Music: Inrdraadip Das Gupta
Lyricist: Dipangsu
Director: Partha Chakraborty
staring: Parambrata Chattopadhyay, Soumitra
Chattopadhyay, Riddhi Sen, Aparajita Adhya &
Surangana Bandopadhyay
Video from YouTube for Durbin :