Featured Video Play Icon

Jeo Na Darao Bondhu | যেও না দাঁড়াও বন্ধু

Phueswari(1974)

যেও না দাঁড়াও বন্ধু
যেও না দাঁড়াও
যেও না দাঁড়াও বন্ধু, আরো বল দুকথা
হংসপাখায় পাক লাগে কি স্বরসতীর আসন যেথা
যেও না দাঁড়াও বন্ধু।

তুমি দেখ নারী পুরুষ আমি দেখি শুধুই মানুষ
তুমি দেখ নারী পুরুষ আমি দেখি শুধুই মানুষ
ভালবাসার ভুবন গড়ে সুখী আমার এই বিধাতা
যেও না দাঁড়াও বন্ধু।

আমি দেখি চাঁদের আলো তুমি দেখ কলঙ্ক
খোলা আকাশ ঘর যে আমার মাটি সুখের পালঙ্ক
আমি দেখি চাঁদের আলো তুমি দেখ কলঙ্ক
খোলা আকাশ ঘর যে আমার মাটি সুখের পালঙ্ক

বীনাপানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হ​য়ে
বীনাপানির চরণ ছুঁয়ে আমি আছি বিভোর হ​য়ে
হৃদ​য় আমার গান বেঁধে যায় , হৃদ​য় দিয়ে শোনো না
যেও না দাঁড়াও বন্ধু, আরো বল দুকথা
হংসপাখায় পাক লাগে কি স্বরসতীর আসন যেথা
যেও না দাঁড়াও বন্ধু।

Song: Jeo na Darao Bondhu
Artist: Hemanta Mukherjee
Movie: Phueswari(1974)
Director: Tarun Majumdar
Writers: Bibhutibhushan Bandyopadhyay
Starcast: Sandhya Roy, Samit Bhanja

Video from YouTube for Jeo Na Darao Bondhu:
https://youtu.be/KGaFzHpkTec

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *